2025-08-05
Ramnagar, Agartala,Tripura
খেলা

ওভালে অবিশ্বাস্য ভারতের জয় 

জনতার কলম ওয়েবডেস্ক :- পঞ্চম দিনের পরিসংখ্যানটা আগেই স্পষ্ট ছিল। ওভালে টেস্ট এবং সিরিজ জিততে ভারতের দরকার ছিল ৩৫ রানের। আর টেস্ট জিতু সিরিজ ড্র করতে ভারতের দরকার ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত বাজিমাত করল ভারত, সিরিজে পিছিয়ে থেকেও ড্র করল মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ-রা। সেই সঙ্গে সমাপ্তি হল ওভালের নাটকীয় সিরিজের নাটকীয়তা। ১-৩ সিরিজে হারের আশঙ্কা উড়িয়ে দিয়ে ২-২ সিরিজ ড্র করলেন শুভমন গিলেরা।

এই যাত্রায় কোচ হিসেবে হারের লজ্জা থেকে বাঁচলেন গৌতম গম্ভীর। পঞ্চম টেস্টের পঞ্চম দিন প্রায় এক ঘন্টা ধরে দীর্ঘ চলেছে। এরপর ইংল্যান্ডের জেমি ওভারটন এবং জেমি স্মিথ জুটি চার উইকেট হাতে নিয়ে তাদের দলকে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে যায়। আরও ৩৫ রান প্রয়োজন থাকায়, ওভারটন এবং স্মিথ তাদের স্নায়ুতন্ত্র ধরে রাখতে সক্ষম হন। তবে চতুর্থ দিনের শেষ মুহূর্তে ওভারটন এবং স্মিথ অত্যন্ত নার্ভাস ছিলেন, কারণ বিরতির পর টিম ইন্ডিয়া ব্যাপকভাবে প্রত্যাবর্তন করে। হ্যারি ব্রুক এবং জো রুটের মধ্যে ১৯৫ রানের ঝোড়ো জুটি শতরান করলেও জয়ের দ্বারপ্রান্তে পড়ে যান, যা ভারতকে কিছুটা আশা জাগায়। ভারত উভয় হাতে এটিকে আঁকড়ে ধরে এবং বিরতির পর ফুল ফর্মে ফিরে আসে।

শেষমেষ ৩৫ রান বাকি থাকতেই ম্যাচ ড্র হয়। তবে সিরিজ ড্র হলেও লড়াই করেছে ভারত। হেডিংলে ও লর্ডসেও জিততে পারত ভারত। অবশেষে কষ্ট সার্থক হল শুভমনদের। ব্যাট হাতে অধিনায়ক শুভমনের দারুণ ফর্ম ছিল। চোট পেয়েও ফুল ফর্মে ফিরেছিলেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। সঙ্গে এজবাস্টনে আকাশ দীপের সুপারহিট বোলিং। ব্যাট হাতে ছন্দে ছিলেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। সিরিজে ৩১টা সেশন জিতেছে ভারত। ইংল্যান্ড জিতেছে ২২টা। কিন্তু তার পরেও একাধিক ভুলের কারণে সিরিজ জিততে পারল না ভারত। তবে ড্র হওয়াতে মাথা উঁচু করে মাঠ ছাড়বেন শুভমনেরা।

তবে ওভালে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে এগিয়ে ছিল ভারত। ইংল্যান্ডের জয়ের জন্য ৩২৪ রানের দরকার ছিল। ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। প্রথম সেশনে বেন ডাকেট ও ওলি পোপ আউট হয়ে যান। তখন ইংল্যান্ডের রান ১০৬। তখন প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ ছন্দে ছিলেন। তখনই একটা উইকেট পড়লে ভারতের খেলার রাশ ধরতে অনেকটা সহজ হয়। খর এই সুযোগ তৈরি করেছিলেন প্রসিদ্ধ। তাঁর একটা বলে পুল মারার চেষ্টা করেছিলেন ব্রুক। ব্যাটের কানায় লেগে বল হাওয়ায় উঠলে প্রসিদ্ধ দুহাত উপরে তুলে দেন। তখন বলের নীচে দাঁড়িয়ে সিরাজ। কিন্তু সিরাজ বুঝতেই পারেননি বাউন্ডারির দড়ি ঠিক কোথায়। তিনি ক্রমশ পিছিয়ে গেলে ক্যাচ ধরতে ব্যার্থ হন তিনি। কেননা বাউন্ডারির বাইরে চলে গিয়েছিলেন সিরাজ। আর তখনই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ব্রুক। হবে নাই বা কেন, রুট ও ব্রুক আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষে থাকা দুই ব্যাটার।

তবুও এদিন ৯৮ বলে ১১১ রান করে আকাশদীপের বলে আউট হন ব্রুক। সিরাজেই ক্যাচেই আউট হন তিনি। ব্রুক যখন নেমেছিলেন তখন দলের রান ছিল ১০৬। যখন ফিরলেন তখন রান ৩০১। তখন জয়ের জন্য বাকি আর ৭৩ রান। প্রসিদ্ধও পর পর জেকব বেথেল ও রুটকে আউট করলেন। ছন্দে ছিলেন ভারতীয় পেসারেরা। তবে মাঠে বৃষ্টি নামতেই আর খেলা শুরু করা যায়নি। খেলা গড়ায় পঞ্চম দিনে। সেখানেই কিস্তিমাত করে ভারত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service