2025-07-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

ওএনজিসি এমপ্লয়িস ইউনিয়ন এবং ত্রিপুরা মজদুর সংঘের উদ্যোগে রক্তদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের কোন বিকল্প নেই। বিজ্ঞান এখনো রক্ত উৎপাদন করতে পারেনি। মানুষের দেন রক্তই রাজ্যে রক্তের চাহিদা পূরণ করছে। তাই রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে। বুধবার ওএনজিসি এমপ্লয়িস ইউনিয়ন এবং ত্রিপুরা মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকারসহ আরো অন্যান্যরা। ওএনজিস্টির ক্যাম্পাস হলে হয় রক্তদান শিবিরটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, রাজ্যের হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কে যেন কোন প্রকার রক্তের ঘাটতি না দেখা দেয় সেই লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এই ধরণের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service