জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ২০২৩-২৪ অর্থবছর ব্যয় বরাদ্দের প্রস্তাব শুক্রবার নিগমের কাউন্সিল ভবনে বাজেট অধিবেশনে পেশ করেন মেয়র দীপক মজুমদার। এবারের বাজেটে ঘাটতিও দেখানো হয়েছে। আগামী ১০ ই আগস্ট আলোচনা শেষে তা গ্রহণ করা হবে। শহরবাসীর সার্বিক কল্যাণ এবং চাহিদাকে বিবেচনায় রেখে ২০২৩-২৪ অর্থবর্ষে আগরতলা পুর নিগমের ৩৯৭ কোটি টাকার ব্যয় বরাদ্দের বাজেট প্রস্তাব শুক্রবার অধিবেশনে পেশ করেন মেয়র দীপক মজুমদার।বাজেট প্রস্তাবে ঘাটতি দেখানো হয়েছে ৫৫ লক্ষ ২২ হাজার টাকা। শুক্রবার পুর নিগমের কাউন্সিল ভবনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামী ১০ আগস্ট কর্পোরেটদের আলোচনা শেষে এই প্রস্তাব গৃহীত হবে বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। বাজেট প্রস্তাবে যে ৫৫ লক্ষ ২২ হাজার টাকা ঘাটতি দেখানো হয়েছে তা নিগমের বিভিন্ন নিজস্ব উৎস থেকে আয় বাড়িয়ে মেটানো হবে। মেয়র জানিয়েছেন নগরবাসীর সার্বিক স্বাচ্ছন্দ প্রদানের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবছর স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের কিংবা তাদের পরিবারকে নিগম ১০% টেক্স মওকুফ করবে বলে মেয়র ঘোষণা দিয়েছে।
রাজ্য
এ এম সির ৩৯৭ কোটির বাজেট প্রস্তাব
- by janatar kalam
- 2023-08-04
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this