জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা পুলিসের গৌরবের ১৫০ বছর। তাই ত্রিপুরা পুলিসের পক্ষ থেকে বছর ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলা- মহকুমা কিংবা থানার উদ্যোগে হচ্ছে কর্মসূচী। বিভিন্ন ধরণের কর্মসূচী পালন করা হচ্ছে পুলিসের তরফে। সাধারণ মানুষকে যুক্ত করে এসব কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার পশ্চিম জেলা পুলিসের উদ্যোগে হয় বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ। ম্যাচে ৩ উইকেটে জয়ী হয় পশ্চিম জেলা পুলিস। এদিন আগরতলা ভি আই পি রোড সংলগ্ন ভোলাগিরি মাঠে হয় প্রীতি ক্রিকেট ম্যাচ আগরতলা প্রেস ক্লাব ও পুলিসের মধ্যে। ম্যাচকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় দুই দলের ক্রিকেটারদের মধ্যে।
এদিন প্রীতি ম্যাচে আগরতলা প্রেস ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। প্রেস ক্লাব নির্ধারিত ১৬ অভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে পশ্চিম জেলা পুলিশ দল ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় পুলিশ দলের দীবাকর রায় সরকার। ম্যাচে ৯ রান করার পাশাপাশি দীবাকর তিন উইকেট সংগ্রহ করে।
Leave feedback about this