2025-07-20
Ramnagar, Agartala,Tripura
খেলা

এশিয়া কাপ নিয়ে বৈঠকে বাংলাদেশ যাবেনা ভারতীয় বোর্ডকর্তারা

জনতার কলম ওয়েবডেস্ক :-ত্রিদেশিয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক ২৪ জুলাই ঢাকায়। এশিয়া কাপ সংক্রান্তই হবে সেই বৈঠক। কিন্তু ঢাকায় বৈঠক হলে ভারতীয় বোর্ডকর্তারা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় বোর্ডের কর্তারা নাকি এ বিষয়ে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্কের জেরেই নাকি এই সিদ্ধান্ত। শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও বিসিসিআইয়ের সঙ্গে একমত। বাংলাদেশে বৈঠক হলে তারাও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় বোর্ডের এক কর্তা এক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ভারতীয় বোর্ডের কর্তারা তাদের সিদ্ধান্ত এসিসিকে জানিয়ে দিয়েছেন। এসিসির চেয়ারপার্সন নকভিকেও বিষয়টি জানানো হয়েছে। আমরা ওদের বৈঠকের স্থান পরিবর্তন করার অনুরোধ করেছি। কিন্তু এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।”

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, সংস্থার প্রধান সদস্যদের অনুপস্থিতিতে ঢাকায় কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা কার্যকর নাও হতে পারে। ফলে এশিয়া কাপ আয়োজন নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। অন্য কোথাও বৈঠক সরিয়ে নিয়ে যাওয়ার কথা এখনও জানানো হয়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service