জনতার কলম ওয়েবডেস্ক :- এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরেছেন অলরাউন্ডার করিম জানাত। জাতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ২৫ বছর বয়সী জানাত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হারারে স্পোর্টসে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক করেন। এশিয়া কাপে আফগানদের নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি।শ্রীলঙ্কা ও পাকিস্তানের কন্ডিশনের কথা মাথায় রেখে রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ ও শরাফউদ্দিন আশরাফের মতো চার স্পিনারকে দলে নিয়েছে আফগানরা। নজর থাকবে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দিকেও। দু’জনেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাবর আজমের পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে এশিয়া কাপে যাবে আফগানরা। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের প্রথম ম্যাচ সাকিব আল হাসানের বাংলাদেশের বিপক্ষে।
Leave feedback about this