জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘বিকশিত ভারত গ্রাম জি র্যাম জি বিল’ হল এমজিএনরেগা প্রকল্পের পরবর্তী উন্নত ধাপ, যা উন্নয়ন ও দরিদ্র মানুষের স্বার্থে গৃহীত হয়েছে। এক সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এই বিল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, নতুন এই বিলের মাধ্যমে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য বছরে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগে যেখানে এমজিএনরেগার আওতায় ১০০ দিনের কাজের নিশ্চয়তা ছিল, সেখানে এই বিলে তা আরও বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, মজুরি প্রদানে বিলম্ব হলে অতিরিক্ত অর্থ দেওয়ারও বিধান রয়েছে। কৃষি মৌসুমে কৃষকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়গুলিও এই বিলে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী।
শিবরাজ সিং চৌহান জানান, এই বিলের জন্য ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও প্রশাসনিক খরচের অংশ ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে, যাতে পঞ্চায়েত সচিব, কর্মসংস্থান সহায়ক এবং কারিগরি কর্মীদের সময়মতো ও পর্যাপ্ত বেতন দেওয়া সম্ভব হয়।
বিলটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, জল সংরক্ষণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকা সংক্রান্ত কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই বিল গ্রামগুলিকে স্বনির্ভর ও দারিদ্র্যমুক্ত করে তুলতে সাহায্য করবে। তিনি আরও বলেন, এই বিলের মাধ্যমে বিকশিত গ্রামের সংকল্প পূরণ হয়ে একটি বিকশিত ভারতের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


Leave feedback about this