2026-01-17
Ramnagar, Agartala,Tripura
দেশ

এমজিআরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জনতার কলম ওয়েবডেস্ক :- তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি চলচ্চিত্র তারকা ড. এম. জি. রামচন্দ্রন (এমজিআর)-এর জন্মবার্ষিকীতে আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় অমিত শাহ বলেন, একজন দক্ষ রাষ্ট্রনায়ক ও সাংস্কৃতিক আইকন হিসেবে ড. এমজিআর চলচ্চিত্র ও রাজনীতির দুই ক্ষেত্রেই অমর ভূমিকা পালন করেছেন।

অমিত শাহ আরও বলেন, তামিলনাড়ুর উন্নয়নকে ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক নীতির মাধ্যমে ড. এমজিআর সর্বদা সমাজে ইতিবাচক ও রূপান্তরমূলক প্রভাব ফেলেছেন। তাঁর নেতৃত্ব রাজ্যের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড. এম. জি. রামচন্দ্রনের অবদান চিরকাল দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ভারতবাসীদের অনুপ্রাণিত করে যাবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service