জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও অনায়ন্য আধিকারিকরা ছিলেন। এবছর মাধ্যমিকে পাসের হার সামান্য বৃদ্ধি পেলেও কমেছে উচ্চ মাধ্যমিকে পাসের হার।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে সভাপতি তথ্য দিয়ে জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর বসেছিল ২৫ হাজার ৩৫০ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ২০০৯৫ জন। পাসের হার ৭৯.২৭ শতাংশ। যা কিনা গত বছরের তুলনায় কম। এবছর দ্বাদশে ১০০ শতাংশ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৩৯ টি। ১০০ শতাংশ ফেল করেছে ১৩ টি বিদ্যালয়ে। এ ডি সি এলাকায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ৭০.৫৭ শতাংশ।
মাদ্রাসা ফাজিলে আর্টসে পাস করেছে ২২ ও থিওলজিতে পাস করেছে ৪৮ জন বলে জানান পর্ষদ সভাপতি। অন্যদিকে মাধ্যমিকে এ বছর ১ হাজার ৫৭ টি বিদ্যালয় থেকে পরীক্ষায় বসে ৩৩ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পাস করেছে ২৯ হাজার ৫৩৪ জন। পাসের হার ৮৭.৫৪ শতাংশ। ১০০ শতাংশ পাস করে ৩১০ টি বিদ্যালয় থেকে আর ১০০ শতাংশ ফেল করেছে ১৬ টি বিদ্যালয় থেকে।
এবছর এ ডি সি এলাকায় মাধ্যমিকে পাসের হার ৮৫.০১ শতাংশ। মাদ্রাসা আলিমে পাস করেছে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ জন।এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে ৩২১৩ জন। উচ্চ মাধ্যমিকে এই সংখ্যা ৪২৩৫ জন।
Leave feedback about this