2025-07-18
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

এবছর লাল বাহাদুর ক্লাবের পুজোর থিম ‘বসতি’! অনুষ্ঠিত হলো খুঁটিপূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার লাল বাহাদুর ক্লাবের উদ্যোগে আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে খুঁটিপূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এবারের পুজোর থিম রেখেছে ‘বসতি’। মূলত দর্শনার্থীদের আকর্ষিত করতে বিভিন্ন ধরনের চমক থাকে তাদের পুজো প্যান্ডেলে প্রতিবছরই। ৪০ লক্ষ টাকা বাজেটে এ বছর তাদের পূজো প্যান্ডেল তৈরি হচ্ছে।

এদিন খুঁটি পূজা অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচাৰ্য উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শুধু দুর্গাপূজা নয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড লাল বাহাদুর নিজেদেরকে জড়িয়ে রাখে। পাশাপাশি এদিন তিনি নারী স্বশক্তিকরণের বিষয়টিও তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সময়ে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমাজে নারীদের অবস্থান সবসময় পূজনীয়। ত্রিপুরাতেও বিগতদিনে নারীদের দমিয়ে রাখা হতো বলে দাবি করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্য ক্লাবের সদস্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service