2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

এফসিআই চাল কেলেঙ্কারিতে গ্রেফতার দুই গোডাউন মালিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এফসিআই গোডাউনের চাউল কেলেঙ্কারি তদন্তে নেমে পুলিশ শনিবার কুলাই থেকে প্রচুর পরিমাণ চাউল উদ্ধার করেছে । ‌একই সঙ্গে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। রঞ্জন দেবনাথ ও সুধীর দেবনাথ নামে দুই ব্যক্তির দোকানে মজুদ ছিল চুরি যাওয়া চাউলের বস্তা। প্রসঙ্গত শনিবার রাত্রি পর্যন্ত চলে রঞ্জন দেবনাথের দোকানে অভিযান। এ অভিযানে পুলিশ দুই অভিযুক্তের গোডাউন থেকে প্রচুর পরিমাণে চুরি যাওয়া চাউলের বস্তা উদ্ধার করে। পুলিশ আধিকারিক জানায় আমবাসা থানায় মামলাটি ১২ই মে নথিভুক্ত করা হয়েছে। জানা যায় প্রায় ৬৩ হাজার কেজি চাউল গোডাউন থেকে হাফিজ হয়ে যায়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service