জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রবিবার তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মনের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সাংবাদিক সম্মেলন থেকেই আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে একক শক্তিতে লড়াই করার স্পষ্ট বার্তা দেন তিনি।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর এডিসি নির্বাচনে ২৮টি আসনে জয়ের দাবির প্রসঙ্গ টেনে প্রদ্যুত কিশোর দেববর্মন কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, “যদি বিজেপি ২৮টি আসনে প্রার্থী দেয়, তাহলে তিপ্রামথাও সেই ২৮টি আসনেই এককভাবে লড়াই করবে। তখন বোঝা যাবে তারা আসলে ২৮টি আসনে জিততে পারে, নাকি মাত্র ২টিতে।” সময় এলে রাজ্যের জনগণই এর রায় দেবে বলে তিনি মন্তব্য করেন।
সন্ত্রাস প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুত কিশোর দেববর্মন বলেন, মুখ্যমন্ত্রী এবং তিনি—দু’জনের কেউই রাজ্যে সন্ত্রাস চান না। তবে মুখ্যমন্ত্রীর উচিত আগে নিজের দলের নেতা-মন্ত্রিদের নিয়ন্ত্রণ করা। তাঁর অভিযোগ, বিজেপির কিছু নেতা-মন্ত্রীর ভাষা ও মন্তব্য কেবল জোট শরিকদের প্রতিই নয়, বিরোধীদের ক্ষেত্রেও অসম্মানজনক এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিন তিনি তিপ্রাসা চুক্তি নিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। তাঁর অভিযোগ, ভারত সরকার তিপ্রাসা চুক্তিকে সমর্থন করলেও রাজ্য সরকারের একাংশ নেতৃত্ব এই চুক্তি সফল হোক তা চাইছে না। এই দ্বিচারিতাই চুক্তি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেন।
পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রদ্যুত কিশোর দেববর্মন বলেন, তিপ্রামথা একটি আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে।
খেলাধুলা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তিনি। প্রদ্যুতের বক্তব্য, বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হলেও উত্তর-পূর্ব ভারতের প্রতিভাবান ক্রিকেটাররা তাদের প্রাপ্য সুযোগ পাচ্ছেন না। তিনি প্রশ্ন করেন, “আইপিএলে যেখানে বাংলাদেশের ক্রিকেটারকে কোটি টাকায় কেনা হয়েছে, সেখানে রাজ্যের প্রতিভাবান ক্রিকেটার মনিশঙ্কর মুরাসিংকে কেন নেওয়া হলো না? এর উত্তর কারা দেবে?”
এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।


Leave feedback about this