2024-11-07
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

এডিসি এলাকায় শিক্ষার বেহাল অবস্থাসহ ৪দফা দাবিতে রাজ্যপালের নিকট টিআইএসএফ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসি এলাকায় শিক্ষার বেহাল অবস্থা। অভিযোগ এনে রাজ্যপালের কাছে স্মারকলিপি টি আই এস এফ। ৪ দফা দাবিতে শনিবার রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে ছাত্র সংগঠন টিআইএসএফ। এদিন টিআইএসএফ-এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন এবং রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিআইএসএফ-র সভাপতি সারজা দেববর্মা। তিনি জানান জনজাতি এলাকায় বহু স্কুল রয়েছে, যেই গুলি নামে স্কুল। এই সকল স্কুলে নেই পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা। নেই বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা। বেহাল অবস্থার মধ্যে চলছে স্কুল গুলি। নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক।

বহু ছাত্র-ছাত্রী রয়েছে যাদের পক্ষে বই ক্রয় করা সম্ভব নয়। তাই প্রতিটি স্কুলে একটি লাইব্রেরীর দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। প্রতিনিধি দলের নেতৃত্ব জানান রাজ্যপাল বলেছেন তিনি নিজে স্কুল গুলি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service