2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

এডভোকেট গোপাল সিংয়ের রিমান্ড চেয়েছে পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুহুরী অমিত আচার্যির হত্যাকাণ্ড মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্ত গোপাল সিংকে সোপর্দ করা হয় আদালতে । এ নিয়ে আইনজীবী শংকর লোধ জানান , গোপাল সিংকে প্রচন্ড মারধর করে আহত করা হয়েছে । পুলিশ নিরর্থক গোপাল সিং কে এরেস্ট করেছে । কেননা গোপাল সিং যেদিন অমিত আচার্যকে আক্রমণ করেছিল এর প্রায় এক সপ্তাহ পরে মারা গিয়েছে সে । তার মানে এই নয় গোপাল সিংয়ের মারে মৃত্যু হয়েছে অমিত চ্যাটার্জীর । পুলিশ কিভাবে গোপাল সিংকে এরেস্ট করেছে সে বিষয়ে কিছুই বুঝা যাচ্ছে না ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service