2024-09-19
agartala,tripura
দেশ পর্যটন

এখন ভারতকে দেখার জন্য বিশ্ববাসীর অভূতপূর্ব উদ্দীপনা রয়েছে : মোদী 

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেহরাদূনে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর উদ্বোধন করেন এবং এই সম্মেলন উদ্বোধন করার প্রাক্কালে দেহরাদূনে রোড-শোও করেন প্রধানমন্ত্রী। এদিনের উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রমুখ। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন “আমরা চারিদিকে আকাঙ্খা, আশা, আত্মবিশ্বাস, উদ্ভাবন এবং সুযোগ দেখতে পাব! আমরা দেখব নীতি-চালিত শাসনব্যবস্থা! দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দেশবাসীর জোরালো তাগিদ আমরা দেখব! উচ্চাকাঙ্ক্ষী ভারত এখন অস্থিতিশীলতা নয়, স্থিতিশীল সরকার চায়।” তাছাড়া প্রধানমন্ত্রী এদিন আরো বলেন, “এখন ভারতকে দেখার জন্য ভারতীয় এবং বিদেশী উভয়ের মধ্যেই অভূতপূর্ব উদ্দীপনা রয়েছে। আমরা সারাদেশে থিম ভিত্তিক ট্যুরিজম সার্কিট তৈরি করছি। ভারতের প্রকৃতি এবং ঐতিহ্য উভয়ের সঙ্গেই বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা। এই অভিযানে উত্তরাখণ্ড পর্যটনের একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হতে চলেছে।”

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service