2024-12-20
agartala,tripura
দেশ রাজনৈতিক

এক্সিট পোল যাই বলুক রাজস্থানে কংগ্রেস সরকার গঠন হবে : অশোক

জনতার কলম ওয়েবডেস্ক :- ইতিমধ্যে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন শেষের পথে। উৎসবের মেজাজে ভোট দিয়েছেন সেই রাজ্যের জনগণ।এই ভোটের উপর নির্ভর করেই সম্প্রতি কিছু বৈদ্যুতিন মাধ্যম চ্যানেল থেকে এক্সিট পোল বের হয় তাতে দেখা যায় গেরুয়া শিবির এগিয়ে।কিন্তু তা কিছুতেই মানতে নারাজ বিরোধী কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল , যাতে করে রাজস্থানের সিএম অশোক গেহলট বলেছেন, “এক্সিট পোল যাই বলুক না কেন, রাজস্থানে কংগ্রেস সরকার গঠন করবে। ৫টি রাজ্যের কোনোটিতেই বিজেপি জিতছে না। জনগণ রাজস্থানে আমাদের সরকার পুনরাবৃত্তি করবে এবং এর জন্য ৩টি কারণ রয়েছে। প্রথম কারণ সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী কোনো ঢেউ নেই, এমনকি বিশেষজ্ঞরাও তাই বলছেন। দ্বিতীয়জন হলেন মুখ্যমন্ত্রী। বিজেপির ভোটাররাও বলবে যে, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ করতে কোনো কসরত রাখেননি। প্রচারের সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এই ভাষা পছন্দ করেননি। এই রাজ্যে গেহলট সরকারের পুনরাবৃত্তি হয় কি ? নাকি গেরুয়া শিবির সরকার গঠন করবে সেটাই এখন দেখার বিষয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service