2025-01-05
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

একের পর এক নাটক করছে তিপরা মথা : টি এস ইউ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার দাবি প্রথম তুলেছিল টি এস ইউ। টি এস ইউ এর দাবি মেনেই রাজ্য সরকার রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার অনুমোদন দিয়েছে। যেখানে রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখা নিয়ে তিপরা মথা রীতিমতো নাটক করেছে।

যেখানে দাবী করার ১২ ঘণ্টার মধ্যেই দাবি পূরণ হয়ে গেছে। সেটা যে নিছকই নাটক ছিল সেটা বুঝার বাকি নেই রাজ্যবাসীর। এই দল রাজ্যের পরপর নাটক সংঘটিত করে চলছে।  তাদেরকে এখন আর কেউ বিশ্বাস করবে না।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service