জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একই পরিবারের স্বামী স্ত্রী দুইজন বেছে নিল আত্মহণনের পথ। মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে আত্মীয় পরিজনদের মধ্যে। ঘটনা লেফুঙ্গা থানাধীন বেরিমোরা কালিচরণ টিলা এলাকায়। সংবাদের প্রকাশ বাবুল বৈরাগী বয়স আনুমানিক ৬০ বছর ও সন্ধ্যা বৈরাগী বয়স আনুমানিক ৫৫ বছর স্বামী-স্ত্রী দুইজন একই সাথে আত্মহনন করেন। প্রসঙ্গত বাবুল বৈরাগীর স্ত্রী সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে জীবিত থাকলেও কেউ মা বাবার সঙ্গে থাকতেন না। মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়েই একই সঙ্গে দুইজনের এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।
Leave feedback about this