2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

একই রাতে কৈলাসহরে ২টি বাইক চুরি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কোন গ্রাম কিংবা প্রত্যন্ত কোনো অঞ্চল নয়, এবার খোদ কৈলাসহর গোবিন্দপুর এলাকায় রাতের অন্ধকারে চুরি কান্ড সংঘটিত হওয়ায় গোটা কৈলাসহরে তীব্র আতংক বিরাজ করছে। তাও আবার একই রাতে একসাথে দুই বাড়িতে চুরি কান্ড ঘটে। কৈলাসহরের বনেদী এলাকা হিসেবে পরিচিত গোবিন্দপুর এলাকাটি। গোবিন্দপুর এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। কৈলাসহরের সুপরিচিত প্রাচীন কাপড় ব্যবসায়ী “দেব বস্ত্রালয়ের” মালিক কৃপেন্দ্র দেব গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা। ৬৫বছর বয়স্ক কৃপেন্দ্র দেব সংবাদ প্রতিনিধিদের জানান যে, উনার বাড়ির ভিতরে স্থায়ী গাড়ির গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজে তিনটি গাড়ি এবং তিনটি বাইক প্রতিদিনের মতো গতকাল রাতেও ছিলো। বাড়ির চারদিকে পাকা বাউন্ডারি ওয়াল লোহার গ্রীলের গেইট থাকা স্বত্বেও চোরের দল ওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে গেইটের ভিতরের দিকের তালাটি লোহার শাবল দিয়ে ভেংগে ফেলে গাড়ির গ্যারেজ থেকে একটি বাইক চুরি করে নিয়ে যায়। বয়স্ক কৃপেন্দ্র দেব উনি সকালে ঘুম থেকে উঠে বাড়িতে বাইক না দেখায় উনি হতভম্ব হয়ে যান। উনি বিশ্বাসই করতে পারছেন না উনার বাড়িতে চুরি হয়েছে বলে। কারণ, আজ অব্দি কোনো দিনই উনার বাড়িতে চুরি কান্ড ঘটে নি বলেও জানান। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, এই চুরি কান্ডের পর শনিবার সকালে কৃপেন্দ্র দেবের পুত্র কৈলাসহর থানায় এসে লিখিত ভাবে জানানোর পরও দুপুর আড়াইটা অব্দি পুলিশ কৃপেন্দ্র দেবের বাড়িতে যায় নি এবং কোনো ধরনের খোঁজ খবর নেওয়ার প্রয়োজনই মনে করে নি পুলিশ।

অন্যদিকে গতকাল রাতে গোবিন্দপুর এলাকায় অবস্থিত কৈলাসহর কলেজের উল্টো দিকে বর্ণিক ধরের বাড়িতে চুর প্রবেশ করে গেইটের তালা ভেংগে বর্ণিক ধরের এপাচি বাইকটি চুরি করে নিয়ে যায়। চোর

বর্ণিকের এপাচি বাইকটি নিয়ে যাবার আগে বাইকের লকটি ভেংগে ফেলে। বর্ণিক ধর সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়ির বারান্দায় উনার বাইক নেই। এই কান্ডটি রাত আনুমানিক তিনটা নাগাদ ঘটেছে বলে বর্ণিক ধর জানান। কারন বর্ণিক ধরের বাড়িতে সি.সি টিভি রয়েছে। বাড়িতে চোর প্রবেশ করে কোথায় কোথায় গিয়েছে এবং কি কি করেছে ও বাইকের লক কিভাবে ভেংগেছে সমস্ত ঘটনা সি.সি টিভিরে রেকর্ড হয়েছে। বর্ণিক ধর সকালে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানানোর পর সি.সি টিভি ভিডিও ফুটেজ গুলো সামাজিক মাধ্যমে আপলোড করার পর গোবিন্দপুর এলাকার এক যুবক সকাল এগারোটা নাগাদ

বর্ণিক ধরকে ফোন করে জানায় যে, তুমার বাইকটি কলেজের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে দেখা যাচ্ছে। এখবর শোনার সাথে সাথেই বর্ণিক ধর কলেজের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে এসে নিজের বাইকটি পায়। সাথে সাথেই বর্ণিক পুলিশকে জানায় এবং পুলিশ এখবর শোনা মাত্রই কলেজের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে এসে ঘটনার সত্যতা পায় এবং পুলিশ বর্ণিক ধরের বাইকটি কৈলাসহর থানায় নিয়ে যায়।

 

তবে, শহর এলাকায় একই রাতে একসাথে দুইটি বাইক চুরি হওয়ায় গোটা কৈলাসহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শহরবাসীরা আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। তবে রাতের বেলায় পুলিশের টহলদারি প্রতিদিন নিয়মিত ভাবে থাকলে শহর এলাকায় এমন চুরি কান্ড সংঘটিত হতো না বলে শহরবাসীর অভিমত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service