2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

একই দিনে ২২হাজার ৮৮৯ টি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য উঠবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোক আদালতের মাধ্যমে রাজ্যের জমে থাকা কয়েক হাজার মামলার নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি । সেই লক্ষ্যে গত তিন অক্টোবর ২০২৩ থেকে বিশেষ লোক আদালতের আয়োজন করে চলেছে । যার মাধ্যমে এম ভি এক্ট , টিপি এক্ট , টিজি এক্ট এবং এক্সাইজ এক্ট সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে । রবিবার একই দিনে রাজ্যের ১৫টি স্টেশনে মোট ৩৩ টি বেঞ্চে ২২ হাজার ৮৮৯ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে । সব কয়টি স্টেশনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে মামলার শুনানি ও নিষ্পত্তি হচ্ছে । তবে অতিরিক্ত বৃষ্টি থাকার ফলে আমবাসা এবং গন্ডা তুইসা এলাকায় লোক আদালতে মানুষজন আসতে একটু দেরি হয়েছে । তার পরেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল অথরিটির আইনজীবী । সমস্ত জেলা মহাকুমা আদালত প্রাঙ্গণে বসেছে এই লোক আদালত গুলি ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service