2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

এই বাজেট কেন্দ্রে সরকার বাঁচানোর বাজেট : ফরওয়ার্ড ব্লক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে ৭১ শতাংশ আসনে জয়ী হওয়া বিজেপি প্রার্থীরা জনগণের প্রতিনিধি নয়। এটা রাজ্যের জন্য মঙ্গল নয়। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন ফরওয়ার্ড ব্লকের নেতা রঘুনাথ সরকার। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা আক্রান্ত হওয়ার পর পুলিসকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি।

তিনি অভিযোগ করেন রাজ্যে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে।  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার। দুই নেতৃত্ব এদিন অভিযোগ করেন পঞ্চায়েত নির্বাচনে যেসব জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে সেখানে প্রচারে গিয়ে আক্রান্ত হচ্ছেন, বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি সংসদে পেশ হওয়া বাজেটের সমালোচনা করে তারা মন্তব্য করেন এই বাজেট হল কেন্দ্রে সরকার বাঁচানোর বাজেট। এই বাজেটের তীব্র বিরোধিতা করেন রঘুনাথ সরকার ও পার্থ রঞ্জন সরকার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service