জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ২৮- তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন।এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে পৃষ্ঠাপ্রমুখদের অবদান অপরিসীম তাই পৃষ্ঠাপ্রমুখদের ভারতীয় জনতা পার্টির মূল শক্তি বলে আলোচিত হয় বলে।
তাছাড়া এদিন তিনি আরো বলেন যে আমাদের কর্তব্য লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুইটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা। পাশাপাশি পৃষ্ঠাপ্রমুখের মানে বুঝতে বুঝতে রাজ্যে বিরোধী সিপিআইএমের জমানা শেষ হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে নির্বাচনের পর ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ বিরাজ করত বলে কটাক্ষ করেন তিনি।
Leave feedback about this