জনতার কলম ওয়েবডেস্ক :- শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করেও লর্ডস টেস্টে জিততে পারেনি ভারত। সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ম্যাচের ব্যবধানে। সোমবার ছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের শেষদিন। একা কৃষ্ণ হয়ে অন্তিম মুহূর্ত পর্যন্ত লড়াই করেও দলকে জেতাতে পারেননি রবীন্দ্র জাদেজা। ভারত অধিনায়ক শুভমান গিল ম্যাচের পর জানিয়ে দিলেন, প্রথম ইনিংসে ঋষভপন্থের রান আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ, ঋষভ যখন আউট হন, তখন ভারত দারুণ জায়গায় দাঁড়িয়ে ছিল। কিন্তু তাঁর আউটের সঙ্গে সঙ্গেই প্রথম ইনিংসে করা ইংল্যান্ডের রান টপকে যাওয়ার স্বপ্ন ভেস্তে যায় ভারতের।
শুভমান অবশ্য এরজন্য ঋষভকে দোষীসাব্যস্ত করতে রাজি নন। তিনি বলেন, “সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ত্রুটি হয়েছিল। তবে যেকোনও ব্যাটারের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা একটা সময় ভেবেছিলাম ৫০ থেকে ১০০ রানের লিড নিতে সক্ষম হব। কিন্তু হলনা। ফলে আমার মনে হয়, ঋষভের রান আউটঢ়াই টার্নিং পয়েন্ট।” ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য ভারত অধিনায়ক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং টেল এন্ডারদের। তিনি বলেন, “জাদেজা যেভাবে নিজেকে মেলে ধরল, তা অসাধারণ। দলের প্রতি ও কতটা নিবেদিত প্রাণ, আরও একবার প্রমাণ করল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। যেভাবে পঞ্চম দিন সংযম দেখিয়ে তা অনবদ্য গত দু’টি ম্যাচে আমাদের টেল এন্ডাররা সেভাবে পারফর্ম করতে পারেনি। এই নিয়ে প্রচুর কথা হয়েছিল। লর্ডস টেস্টে কিন্তু আমাদের টেন এন্ডাররা নিজেদের প্রমাণ করেছে। যেভাবে ওবা পারফর্ম করেছে, তা অনবদ্য।” তিনি আরও জানিয়েছেন যে, ৩০-৪০ রানে একটা পার্টনারশিপ পার্থক্য গড়ে দিতে পারত। শুভমান বলছিলেন, “সিরাজ যখন ব্যাট করছিল, তখন আমরা আশাবাদী ছিলাম। যাই হোক, আমরা কিন্তু ওদের একটা সময় চাগে ফেলে দিয়েছিলাম।”
হারের তীব্র হতাশার মধ্যেই মঙ্গলবার শুভমান গিলরা দেখা করতে গিয়েছিলেন ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। ভারতীয় মহিলা ক্রিকেট দলও উপস্থিত ছিল সেখানে। সৌজন্যমূলক সাক্ষাতে গিয়েছিলেন বিসিসিআইয়ের কর্তারাও। তাঁদের সঙ্গে ছবি তোলেন রাজা তৃতীয় চার্লস। তাঁর সঙ্গে কথাবার্তাও হয়। কথা প্রসঙ্গে উঠে আসে মহম্মাদ সিরাজের আউটের প্রসঙ্গও। রাজা তৃতীয় চার্লস সিরাজর অউটকে দূর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। লর্ডস টেস্টে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সিরাজ। উল্টোদিকে থাকা জাদেজাকে দারুণভাবে সঙ্গতও দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড স্পিনার শোয়েব বশিরের বল সিরাজের ব্যাটে লেগে গড়িয়ে গিয়ে উইকেটে লগে এবং বেল পড়ে যায়।
এবং তৃতীয় টেস্টে জয়ী হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক শুভমান। তিনি বলেছেন, “রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎকার অসামান্য অভিজ্ঞতা। আমাদের সঙ্গে উনি আন্তরিকভাবে কথা বলেন। তিনি বলেছেন, সিরাজর আউটটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরাও বলেছি, লর্ডস টেস্টটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। বলটা অন্যদিকেও যেতে পারত। কিন্তু সোজা গিয়ে উইকেটে আঘাত করে। ওঁকে বলেছি, পরের টেস্টগুলিতে আমরা আরও ভালো পারফর্ম করার চেষ্টা করব।”
এদিকে, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতীয় দলের লড়াইয়ের প্রশংসা করেও জানিয়েছেন যে, শুভমান গিলকে লর্ডসে টেকনিক্যালি পরিশীলিত দেখায়নি। ভারত অধিনায়ককে আরও শান্ত মনোভাব দেখানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
Leave feedback about this