2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উৎসবের দিনগুলিতে থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা : রতন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন শারদ উৎসব, লক্ষ্মী পূজা ও দীপাবলির দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার জন্য প্রায় দুই কোটি টাকার বিদ্যুৎ কিনছে বিদ্যুৎ নিগম। বাড়িঘর ও ক্লাবের পূজা উদ্যোক্তাদের বিদ্যুৎ নিগম থেকে সঠিক তথ্য দিয়ে বিদ্যুৎ নেওয়ার আহ্বান মন্ত্রী রতনলাল নাথের। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিনগুলি ও লক্ষী পূজা এবং দীপাবলীর দিন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় তার জন্য বহির রাজ্যের বিভিন্ন এক্সচেঞ্জ সেন্টার থেকে প্রায় দুই কোটি টাকার বিদ্যুৎ কিনবে রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত বিদ্যুৎ নিগমের এক রিভিউ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য সরকার বিদ্যুৎ দপ্তরের সচিব থেকে শুরু করে সমস্ত শ্রেণীর কর্মচারীদের ছুটি বাতিল করেছে। তাছাড়া দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিষেবার সংযোগ ঘটাতে নিগম পূজা উপলক্ষে আলাদা লোক সংখ্যা ও যানবাহন হায়ার করবে। এদিন বিদ্যুৎ মন্ত্রী সমস্ত পূজা উদ্যোক্তা ও ক্লাবগুলোর প্রতি আবেদন রেখে জানিয়েছে , ক্লাবগুলি যাতে বিদ্যুতের লোড কতটুকু লাগবে তার সঠিক হিসেব করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন করে। নতুবা অতিরিক্ত বিদ্যুৎ পরিবাহীর জন্য যেকোনো সময় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে। এছাড়াও দশমীর দিনে ক্লাবগুলি কোন রোড দিয়ে মূর্তি বিসর্জন করতে যাবে তার যেন আগাম তথ্য নিগমে দেওয়া হয় সে বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী। বলেন কুমারঘাট থেকে আমাদের শিক্ষা হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে আর রাজ্যে না ঘটে। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী হোক লাইন ব্যবহার না করার জন্যও সমস্ত পূজা উদ্যোক্তা, ক্লাব এবং সাধারণ নাগরিকদের কাছে আবেদন রেখেছেন। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service