2025-10-29
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য শিক্ষা

উমাকান্ত স্কুলে বড়সড় গাফিলতি! ছাদপাখা ভেঙে গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্র

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের পাখা ভেঙে পড়ার ঘটনায় গুরুতর আহত হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্র। এই ভয়াবহ দুর্ঘটনা শ্রেণিকক্ষে আতঙ্কের সৃষ্টি করেছে, এবং স্কুল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলাকে দায়ী করছেন শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। ক্লাসরুমে পড়াশোনা চলছিল, হঠাৎ মাথার ওপর থেকে পাখাটি ভেঙে পড়ে ছাত্রের ওপর। আহত শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে স্কুলের প্রধান শিক্ষকও সঙ্গে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল।

সাক্ষী এক শিক্ষক বলেন, “আমি ব্ল্যাকবোর্ডে লিখছিলাম, হঠাৎ পাখাটা ভেঙে পড়ে। এটা অনেকদিন ধরে ঝুলছিল এবং সমস্যা করছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” অন্য এক ছাত্র জানায়, “পাখাগুলো ঠিকমতো চলছিল না, বারবার প্রিন্সিপালকে বলা হয়েছে, কিন্তু কিছু করা হয়নি। এটা সেই অবহেলার ফল।”

অভিভাবকদের ক্ষোভ আরও তীব্র। এক অভিভাবক বলেন, “বিদ্যাজ্যোতি প্রকল্পে যোগ দেওয়ার পর ফি বাড়ানো হয়েছে, কিন্তু অবকাঠামোর মান আরও খারাপ হয়ে গেছে। বাচ্চাদের স্কুলে পাঠাতে এখন ভয় লাগে।” অনেকে স্কুল প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে দায়িত্ব নির্ধারণ এবং তাৎক্ষণিক পরিকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন।

স্কুল কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে, তবে অভিভাবকরা আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনা শহরের অন্যান্য স্কুলগুলোতে নিরাপত্তা পরীক্ষার দাবি উস্কে দিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service