2024-12-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

উমাকান্ত একাডেমির ১৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উমাকান্ত একাডেমির প্রাক্তনীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে একাডেমির ১৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এই উপলক্ষে সকালে বের হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা । শোভাযাত্রায় উমাকান্ত এলামনির উদ্যোগে বিভিন্ন প্রদর্শন বের করা হয় । এছাড়াও আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা ।প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে । এদিন উমাকান্ত একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে । এখানে মহারাজ উমাকান্তের টেবলু বের হয়েছে । বিভিন্ন চিত্রায়ন এর মাধ্যমে মহারাজ উমাকান্তের জীবনাদর্শকে তুলে ধরা হয়েছে ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service