2024-12-18
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জয় নিশ্চিত : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বক্সনগর ও ধনপুর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জয় নিশ্চিত। কেননা গত ৫ বছর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের এই এক বছরে সাধারণ মানুষ বুঝে গেছে শাসক বিজেপি দলের চিন্তাভাবনা। ধনপুর বিধানসভা কেন্দ্রে শাসক দল অল্প কিছু ভোটে জয়ী হয়েছিল। তারপরেও নিজেদের স্বার্থ সুরক্ষাতে এই কেন্দ্র থেকে পদত্যাগ করে আবার এই কেন্দ্রে উপনির্বাচন করাচ্ছে সরকারি টাকা ব্যয় করে। ভোট নিয়ে ছিনিবিনি খেলছে শাসক দল। তাই ধনপুর ও বক্সনগর এর মানুষ সিপিআইএম প্রার্থীদেরকেই বিপুল ভোটে জয়ী করবে। সোনামুড়া দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গিয়ে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ২০ বক্সনগর সিপিআইএম প্রার্থী মিজান হোসেন ও ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ মনোনয়নপত্র দাখিল করেছে বুধবার। এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিংঅফিসার ভাস্কর ভট্টাচার্য এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার জয়ন্ত দের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছে সোনামুরা মহকুমার উপনির্বাচনের দুই কেন্দ্রের সিপিআইএম প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন সোনামুরা মহকুমা সিপিআইএম পার্টি অফিস থেকে সুসজ্জিত এক মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়নপত্র দাখিল করতে মহকুমা অফিসে যায়। মিছিলের অগ্রভাগে ছিল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা ,মানিক দে প্রমুখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service