জনতার কলম ওয়েবডেস্ক :- সম্প্রতি পশ্চিমবঙ্গে কলকাতা ফিল্ম ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বলিউড থেকে টলিউড সকল অংশের অভিনেতা অভিনেত্রীরা অংশ নিয়েছিলেন। তাছাড়া সেখানে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্যে করেন “ওহ তো জশন মানা রাহে হে, ঠুমকে লাগা রাহে হে,” এই মন্তব্যের প্রতিক্রিয়ায় TMC সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, “…আমি গতকাল বলেছিলাম, গিরিরাজ সিং আমাদের বলবেন না কী প্রয়োজনীয় এবং কী নয়। আপনার মন্ত্রক ৭০০০ কোটি টাকা চুরি করেছে রেগা মজদুর গরীবদের হক মেরেছেন। কোটি কোটি টাকার MNREGA মজুরি আপনি তাদের মজুরি আটকাচ্ছেন। সে এতই মিথ্যাবাদী যে সে ‘ঠুমকে লাগানা’ শব্দটি ব্যবহার করেছে তারপর বলল আমি এই শব্দগুলো বলিনি। এটাই বিজেপির সমস্যা। প্রতিদিন যখন তারা মুখ খুলবে এবং তাদের ঠোঁট নড়াচড়া করবে, তখনই মিথ্যা কথা বলবে । উপর থেকে নিচ পর্যন্ত, এটি একটি মিথ্যাবাদীদের দল। বাংলার মানুষ আপনাকে অপছন্দ করে, তারা আপনার দুর্ব্যবহার অপছন্দ করে, তারা এই সত্যটিকে অপছন্দ করে যে আপনি নিতে পারবেন না। নারী শক্তি। আপনি নারীদের কর্তৃত্ব নিতে পারবেন না। নারীদের ক্ষমতা নিতে পারবেন না। আমরা আশা করব উনি উনার মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন কিন্তু তিনি তার মন্তব্যকেও অস্বীকার করছেন বলে জানালেন সাংসদ মহুয়া মিত্র।
Leave feedback about this