2025-07-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

উপরাষ্ট্রপতির ইস্তফা কোনও সাধারণ ঘটনা নয়: সঞ্জয় রাউত

জনতার কলম ওয়েবডেস্ক :- উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফা নিয়ে সন্দেহ প্রকাশ করেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি বলেছেন, সেপ্টেম্বরে কিছু একটা নিশ্চয়ই হবে। সোমবার আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানিয়েছেন ধনকড়।

এপ্রসঙ্গে মঙ্গলবার সঞ্জয় রাউত বলেছেন, পর্দার আড়ালে বিরাট রাজনীতি চলছে এবং শীঘ্রই তা প্রকাশ পাবে। উপরাষ্ট্রপতির পদত্যাগ কোনও সাধারণ ঘটনা নয়। আমি বিশ্বাস করতে প্রস্তুত নই যে, এটি স্বাস্থ্যের কারণে। আমি গতকাল তাকে পর্যবেক্ষণ করছিলাম। তিনি ভালো আছেন, সেপ্টেম্বরে অবশ্যই কিছু একটা ঘটবে।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফাকে দুর্ভাগ্যজনক বলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। মঙ্গলবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব বলেছেন, উপরাষ্ট্রপতির পদত্যাগ আকস্মিক ও দুর্ভাগ্যজনক, কারণ তিনি গতকাল এবং আজ যেভাবে রাজ্যসভার বৈঠকে সভাপতিত্ব করছিলেন, সেই পদ্ধতিতেও তিনি রাজ্যসভায় ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক করেছিলেন। তাই, আমাদের পক্ষ থেকে, আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করি।

সন্দেহ প্রকাশ করে গৌরব বলেছেন, কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকার এবং উপরাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক আগের মতো নেই। কারণ গতকালের বিএসি বৈঠকে কেন্দ্রীয়মন্ত্রীও উপস্থিত ছিলেন না। এখনও পর্যন্ত, প্রধানমন্ত্রীর কোনও বিবৃতি আসেনি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্পষ্টীকরণও চাই যে, তাদের কাছে আগে থেকে তথ্য ছিল কিনা যে উপরাষ্ট্রপতি তার স্বাস্থ্যের কারণে পদত্যাগ করতে চলেছেন এবং যদি তাদের কাছে তথ্য না থাকে, তাহলে এই ধরণের বিভ্রান্তি কেন? আমরা এটি জানতে চাই।

আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানিয়েছেন ধনকড়। ধনকড়ের এই ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এমতাবস্থায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়ো বলেন, শুধুমাত্র তিনিই জানেন আসল কারণ।

মঙ্গলবার মল্লিকার্জুন খাড়ো বলেছেন, শুধুমাত্র তিনিই আসল কারণটা জানেন। এবিষয়ে আমাদের কিছু বলার নেই। হয় সরকার জানে, না হয় তিনি জানেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা অথবা না করা সরকারের ব্যাপার। উল্লেখ্য, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনকড় জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয়মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেন ধনকড়।

২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি-হিসেবে দায়িত্বগ্রহণ করেছিলেন ধনকড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁর চিকিৎসা হয়েছিল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service