জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকালয়ে দেখা মিললো কিং কোবরা। যদিও বা সচারাচর এদের দেখা পাওয়া মুশকিল ।জঙ্গলে থাকতে পছন্দ করে। হঠাৎ কিং কোবরা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। শনিবার গভীর রাতে ইন্দ্রিরা নগর গ্রাম পঞ্চায়েতের গাবতলী এলাকায় দেখা যায় কিং কোবরারটিকে । এই খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।খবর দেওয়া হয় পুলিশ , বিএসএফ জওয়ান ও তৃষ্ণা অভয়ারণ্যের কর্মীদের । কিং কোবরাকে ধরার জন্য অনেক চেষ্টা করেও আয়ত্বে আনা যাচ্ছিল না। কাছে যেতেই ফনা তুলে তেড়ে আসে আর এদিক ,ওদিক ছোটাছুটি করছে । দীর্ঘ চার ঘন্টারও বেশি সময় চেষ্টার পর অবশেষে তৃষ্ণা অভয়ারণ্যের জালে ধরা পরে কিং কোবরাটি। তৃষা অভয়ারণ্যের কর্মীরা জানান এটির ওজন প্রায় ১৫ কেজিরও বেশি হবে,লম্বা প্রায় ১০ ফুট। উদ্ধার হওয়া কিং কোবরাটিকে রবিবার সকালে তৃষা অভয়ারণ্য নিয়ে ছেড়ে দেওয়া হয় । এলাকায় এত বড় মাপের কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পরেছে ।
Leave feedback about this