জনতার কলম আগরতলা প্রতিনিধি:- উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে আজ জেলা শাসকের নিকট সাত দফা দাবিসহ এক গণ ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধি দল দাবি জানান—রাজ্যের ক্ষেতমজুরদের জন্য বছরে ন্যূনতম ২০০ দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা এবং দৈনিক ₹৩৪০ মজুরি নির্ধারণ করতে হবে।
সংগঠনের অভিযোগ, বর্তমানে রাজ্যে কর্মসংস্থানের চরম সংকট দেখা দিয়েছে। যে সামান্য কাজ হচ্ছে, তার অধিকাংশই মেশিনের মাধ্যমে সম্পন্ন হওয়ায় শ্রমজীবী মানুষের হাতে কাজের অভাব তৈরি হয়েছে। ফলে আয় কমে গিয়ে গ্রামীণ জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, ২০১৮ সালের আগে বছরে যেখানে ৯৪ থেকে ৯৫ দিনের কাজ পাওয়া যেত, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৪৫ থেকে ৫৫ দিনে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ২০০ দিনের কাজ ও ₹৩৪০ মজুরির প্রতিশ্রুতি দিলেও, আট বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি বলেও সংগঠনের অভিযোগ।
এছাড়াও ডেপুটেশনে জানানো হয়, পাকা ঘর প্রকল্পে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে বহু দরিদ্র মানুষ জিও ট্যাগিং তালিকা থেকে বাদ পড়ছেন। পাশাপাশি আধার-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থার জটিলতার কারণে বহু ক্ষেতমজুর তাঁদের প্রাপ্য মজুরি পাননি, অনেকের টাকা এখনও ব্যাংকে আটকে আছে।
সংগঠনের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
১️⃣ সকল বাদ পড়া জব কার্ড পুনর্বহাল,
২️⃣ শহরাঞ্চলের টু-ই প্রকল্পে মজুরি বৃদ্ধি ও কাজের দিন বাড়ানো,
৩️⃣ সামাজিক সুরক্ষা প্রকল্পে বন্ধ থাকা ৫০ হাজার ভাতা পুনরায় চালু করা,
৪️⃣ ৬০ বছরোর্ধ্ব সকল খেতমজুরকে নিয়মিত ভাতা প্রদান,
৫️⃣ নতুন ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা,
৬️⃣ ২০০ দিনের কাজের নিশ্চয়তা,
৭️⃣ দৈনিক ₹৩৪০ মজুরি নির্ধারণ।
জেলা শাসকের নিকট এই সমস্ত দাবিগুলি তুলে ধরে সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।





Leave feedback about this