2025-10-08
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা: ত্রাণ বিতরণে হামলা, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ মুখ্যমন্ত্রীর

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-উত্তরবঙ্গে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। বহু এলাকা প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকটের মধ্যেও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ত্রাণ বিতরণে গিয়ে সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও তাঁদের সঙ্গীদের উপর “প্রাণঘাতী অস্ত্র” নিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের উপর এভাবে হামলা চালানো অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে রাজনৈতিক হিংসায় মেতে উঠেছে।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল জাতীয় পর্যায়ে মূল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী জানান, কলকাতা থেকে তিন-চারজনের একটি দল উত্তরবঙ্গে এসেছে, তবে তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। তিনি বলেন, “এসব নাটক জাতীয় পর্যায়ে দৃষ্টি ঘোরানোর একটি প্রয়াস মাত্র। উত্তরবঙ্গের মানুষ সব দেখছে। ভোটের সময় এরা এসে ঋণাত্মক ভোটব্যাঙ্ক নিয়ে ফিরে যায়। কিন্তু জনগণ এখন সচেতন। তারা বুঝে গেছে কে তাদের পাশে দাঁড়ায় আর কে সুযোগ নিয়ে রাজনীতি করে।”

ড. সাহা আরও বলেন, “বঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস পাথরের মতো চেপে বসে আছে। এখন বঙ্গের মানুষের মুক্তির সময় এসেছে।” তিনি জনগণের প্রতি আহ্বান জানান, এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ হয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য।

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ বিতরণে বাধার এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। স্থানীয় মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে শাসক দলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংযমের প্রয়োজনীয়তা এখন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service