জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ লখনউ-এ এক অনুষ্ঠানে বলেন, প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এদিন রাজ্যজুড়ে প্রায় ৪ লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবছরেই সুবিধাবঞ্চিত শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২,৮২৫ কোটি টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন বৃত্তি প্রকল্পের আওতায় রাজ্যের ২ কোটিরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছেন।
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করে শিক্ষার প্রসার ঘটানোর আহ্বান জানান।
Leave feedback about this