জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। সরকারের সেই উন্নয়ন প্রকল্পের কাজ চালাতে গিয়ে গৃহহীন হয়েছেন অনেকেই কেননা এরা হয়তোবা দিন মজদুর শ্রমিক কিংবা রিক্সা শ্রমিক তাদের ভুল এতোটুকুই নিজস্ব কোন জায়গা জমি না থাকায় আশ্রয় নিতে হয়েছে সেই সব জায়গাগুলিতে যথাক্রমে নদীর পাড় কিংবা কোন পরিত্যক্ত খাস জমিতে।
এখন সরকারের সেই উন্নয়ন প্রকল্পের কাজের জন্য তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলতে প্রাণ কেড়ে নেক তবুও জায়গা ছাড়বো না বলে নাছর বান্দা মন্তব্য বাসিন্দাদের। জানা যায় জয়পুর ৩৬নং ওয়ার্ড এলাকায় বাঁধের কাজ চলছে বেশ অনেক দিন ধরে। ওই এলাকায় সরকারি খাস জায়গায় ১৯ টি পরিবার বসবাস করছিল দীর্ঘদিন যাবত। এস ডিএম অফিস থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তাদের ওই জায়গা খালি করে দিতে হবে। এই নিয়ে হতাশা গ্রস্থ পরিবারের লোকজন আজ অর্থাৎ সোমবার এস ডি এম অফিসে আসেন।
তারা তাদের বর্তমান দুঃখ দুর্দশা কথা সংবাদমাধ্যমের কাছে জানান এবং বলেন যে তাদের মধ্যে অনেকেই দিনমজুরের কাজ করেন এবং অনেকে রিক্সা চালান, নিজস্ব কোন জমি জায়গা নেই, আবার তাদের মধ্যে এমন মহিলাও রয়েছে যে স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে একাই সংসারের হাল টানছেন।
এমতাবস্থায় এরা কোথায় যাবে কিন্তু যদি তাদের অন্য কোন জায়গায় বসবাসযোগ্য স্থান দেওয়া হয় তাহলে এরা যেকোনো সময় জায়গা ছেড়ে দিতে রাজি, কিন্তু যদি তা না হয় তাহলে ১৯টি পরিবারকে মেরে ফেলে দিক কিন্তু তারা জায়গা ছাড়বে না বলে জানান।
Leave feedback about this