জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো আরো এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা ধলেশ্বর ৯নং রোড এলাকায়। মৃতার নাম দেবস্মিতা সেন চৌধুরী, বয়স ১৮। সে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুতে আসেন মেয়েটির মা। প্রণয়ঘটিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। মেয়েটির মা এই ঘটনার জন্যে রাহুল নামে এক যুবককে দায়ী করেন।
অপরদিকে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে মা ও মেয়ের মধ্যে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটির দরুন এই পরিণতি। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তার অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। প্রসঙ্গত, তরুণ তরুণীদের মধ্যে এখন এই ধরণের ঘটনা খুবই বেড়ে গিয়েছে।
এর প্রভাব পড়ছে সমাজের উপর। সচেতন নাগরিকরা মনে করেন মোবাইল এর জন্যে অনেকটা দায়ী। গত কয়েক বছর ধরে রাজ্যের আত্মহত্যার ঘটনা বেড়েই চলছে। তার পেছনে মূল কারণ কী তা এখনও পরিস্কার নয়। যুবক যুবতীদের যদি মোবাইলের প্রতি আকৃষ্ট থাকে, তাহলে বৃদ্ধ বৃদ্ধারা আত্মহত্যা করছেন কেন?
Leave feedback about this