2025-02-08
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ইয়ে তো হোনাহি থা”- দিল্লিতে বিজেপির বিরাট জয়ের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “ইয়ে তো হোনাহি থা”- দিল্লিবাসী এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে হার্দিক অভিনন্দন জানিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। দিল্লিতে ২৩ বছর বাদে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। দিল্লির বিরাট জয়ে উচ্ছ্বাসিত রাজ্যের গেরুয়া শিবির।

দেশের জাতীয় রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেল ভারতীয় জনতা পার্টি ।২৩ বছর বাদে ফের দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি দল। গত ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি বিধানসভা নির্বাচন কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হয়।

শনিবার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা। ভোট গণনায় প্রথম থেকেই বিজেপি শাসক দল আপকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। বেলা যত বাড়তে থাকে ততই বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। দিল্লির বিরাট জয়ে উচ্ছ্বাসিত রাজ্যের গেরুয়া শিবির। এই বিরাট জয়ের জন্য দিল্লিবাসী এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কে হার্দিক অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে বিজনেস কনক্লেভে যোগদান করেন মুখ্যমন্ত্রী।

সেখানে দিল্লির ফলাফলের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ।দিল্লির জয়ের সুবাদে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কে স্বাভাবিকভাবেই উৎফুল্ল দেখাচ্ছিল ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান “ইয়ে তো হোনাহি থা”।

দিল্লির শাসক দল দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হয়ে গিয়েছিল ।দিল্লীবাসি সেটা বুঝতে পেরেছিলেন। এই ফলাফল সেটাই প্রমাণ করে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরাট জয়ের জন্য দিল্লীবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান ,এই বিরাট জয় সম্ভব হয়েছে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

প্রসঙ্গত উল্লেখ্য যে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি দল ৪৭ টি আসনে জয় পেয়েছে। অপরদিকে শাসক দল আম আদমি পার্টি তথা আপ মাত্র ২৩ টি আসনে জয়ী হয়েছে। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার নিকট পরাজিত হয়েছেন আম আদমি পার্টি দলের জাতীয় অহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service