2025-08-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ইন্দো-বাংলা সীমান্তে পাচারকারীদের সাহায্য করতে গিয়ে বিএসএফের জালে ধরা বিজিবি জওয়ান

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- ইন্দো-বাংলা সীমান্তে পাচার বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগে বিএসএফের জালে ধরা পড়লেন বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-এর এক জওয়ান। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন কামথানা বিওপি এলাকার কাছে তাঁকে আটক করে বিএসএফ।

সূত্রের খবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার ওই বিজিবি জওয়ান অস্ত্রে সুসজ্জিত অবস্থায় সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে প্রবেশ করেন। বিএসএফের ৪৯ নং ব্যাটেলিয়ানের কামথানা বিওপি-র জওয়ানরা তাঁকে দেখতে পেয়ে থামার নির্দেশ দিলে তিনি উল্টে বাংলাদেশে পালাতে চেষ্টা করেন। কিন্তু বিএসএফ জওয়ানদের তৎপরতায় শেষ পর্যন্ত তাঁকে ভারতের ভেতরেই আটক করা হয়।

সূত্রের দাবি, পাচার বাণিজ্য এবং পাচারকারীদের সহযোগিতার উদ্দেশ্যেই ওই বিজিবি জওয়ান সীমান্ত অতিক্রম করেছিলেন। তাঁর বিরুদ্ধে সীমান্তে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকারও অভিযোগ উঠেছে। তবে বিএসএফের কঠোর নজরদারির ফলে এবার তাঁর পরিকল্পনা ভেস্তে যায়।

ঘটনার পর বিজিবি জওয়ানের বেআইনি অনুপ্রবেশে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে। ত্রিপুরা প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। অন্যদিকে, বিএসএফ জানিয়েছে, সীমান্তে নজরদারি আরও শক্ত করা হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service