2026-01-31
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ইন্দো-বাংলা সীমান্তে নিরাপত্তা বাহিনীর তৎপরতা, দুই বাংলাদেশি আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইন্দো-বাংলা সীমান্তের জয়পুর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়ন এই অভিযান চালায়।

বিএসএফ সূত্রে জানা গেছে, আটক হওয়া দুই যুবকের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার। তাঁরা দু’জনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা যায়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা।

ঘটনার পর বিএসএফ ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অবৈধ অনুপ্রবেশের উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ওয়েস্ট থানার ওসি রানা চ্যাটার্জি জানান, আটক দু’জনকে শনিবার আদালতে তোলা হবে। বিষয়টি নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service