2024-12-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ইন্দিরা গান্ধীর আত্ম বলিদান এখনো দেশের মানুষ মনে রেখেছে : কংগ্রেস সভাপতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এবছর ১০৭ তম জন্মদিন। মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মদিন। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা, কংগ্রেস দলের পতাকা ও কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন উপস্থিত নেতৃত্ব।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকলে যান গান্ধীঘাট। সেখানে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজ্যে ইন্দিরা গান্ধীর জন্মদিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে। ইন্দিরা গান্ধী ছিলেন একজন বিশ্ব নেত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর আত্ম বলিদান এখনো দেশের মানুষ মনে রেখেছে। এদিন কর্মসূচীতে প্রচুর দলীয় কর্মী- সমর্থক অংশ নেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service