2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ইন্ডিয়া জোটের সমর্থনে আগামী ৭ এপ্রিল থেকে মানিক সরকার প্রচারে নামছেন : সুদীপ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবারের নির্বাচন একটি অসাধারণ বিতর্কের জায়গা হয়ে উঠুক সেটা ইন্ডিয়া জোট চায়।বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোটের পতাকা-প্ল্যাকার্ড পুড়িয়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করুক। বুধবার আগরতলা প্রেসক্লাবে ইন্ডিয়া জোটের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে যুগ্ম আহ্বায়ক জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মণ এই আবেদন রাখেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন যারা সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ক্ষমতা ভোগ করতে চাইছে তারাই আলপটকা মন্তব্য করে ত্রিপুরার ঐতিহ্যবাহী ভোটকে কলুষিত করতে চাইছে। সুদীপ রায়বর্মণ বলেন এটাই তো চাই। সুদীপ বলেন ভারতের বৃহত্তম ভোট উৎসবের দিকে রাষ্ট্র সংঘসহ অনেক বড় দেশ তাকিয়ে আছে। সুতরাং এমন কিছু করবেন না যাতে স্বদেশ ও বিদেশে ভারতকে লজ্জায় পড়তে হয়। তিনি বলেন মঙ্গলবার আমাদের ৫০টি ফ্লেকস প্ল্যাকার্ড সহ একটি গাড়ি অপহরণ করে এবং সবকটি প্ল্যাকার্ড পুড়িয়ে ফেলে।

তিনি বলেন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন মানিক সরকার নির্বাচনে প্রচারে নামছেন না বা আঁতাত নিয়ে তিনি ক্ষুব্ধ এসব রটনায় কোনো সত্যতা নেই। আগামী ৭ এপ্রিল থেকে মানিক সরকার প্রচারে নামছেন। সুদীপ জানান মানিক সরকার বৃহস্পতিবার আগরতলায় প্রচারে চালাবেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service