জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিয়া জোটের দায়িত্ব শুধু আমার বা মমতা ব্যানার্জির নয়, দলে যাঁরা বড় বড় শরিক, তাঁদেরও দায়িত্ব। ইন্ডিয়া জোট কীভাবে শক্তিশালী হবে, তাঁরা ভেবে দেখুন। বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক-সম্মেলনে ইন্ডিয়া জোট সম্পর্কে এক প্রশ্নে এ কথা বলেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এদিন বেশ কিছু প্রশ্নের তিনি জবাব দিয়েছেন।
ওমর আবদুল্লা বলেন, জম্মু-কাশ্মীরের দায়িত্ব কেন্দ্র আমাদের দিক। আমরা দায়িত্ব নিয়ে কাশ্মীরকে আগলে রাখব। তিনি পহেলগাঁও-কাণ্ড প্রসঙ্গে এদিন বলেছেন, নিরীহ মানুষের হত্যা যেন আর কখনও না হয়। তা নিয়ে গোটা কাশ্মীর একজোট। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক সময় বিজেপি বলত, খারাপ অবস্থা।
ওমর আবদুল্লা বলেন, বিজেপি যদি বলে অবস্থা খারাপ, তা হলে তো তাদেরকেই জবাব দিতে হবে, কেন এমন হল। এতদিন তো তারাই সব দেখভাল করত। তিনি বলেন, আমরা চাই, টালিগঞ্জের সিনেমার শুটিং সব দেখভাল করত। তিনি বলেন, আমরা চাই, টালিগঞ্জের সিনেমার শুটিং আরও বেশি করে কাশ্মীরে হোক। কাশ্মীরের মানুষ প্রস্তুত আপনাদের স্বাগত জানাতে।
এদিন ট্রাভেল এজেন্টস সোসাইটি অফ কাশ্মীর (টাস্ক)-এর তরফে জানানো হয়, বাংলার সঙ্গে কাশ্মীরের সম্পর্ক খুবই আন্তরিক। যেখানে ঐতিহ্য, সম্মান এবং সাংস্কৃতিক বিনিময় এক সূত্রে বাঁধা। সংগঠনের তরফে জানানো হয়, বাংলায় হাজার হাজার কাশ্মীরের শিল্পী ও ব্যবসায়ীরা আসেন।
তাঁরা শুধুমাত্র ব্যবসার কারণে আসেন না। তাঁরা বাংলার সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে পড়েন। সংগঠনের আবেদন, যে ঘটনা ঘটে গেছে, তার ফলে আমাদের আর্থিক এবং মানসিক দুইয়েরই বড় ক্ষতি হয়েছে। আমরা চাই, বাংলার ভাইবোনেরা আমাদের মনের কথা উপলব্ধি করে কাশ্মীরে আসুন। কাশ্মীর তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত।
Leave feedback about this