2024-11-09
agartala,tripura
দেশ

ইন্ডিগো বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে বিকল, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ

জনতার কলম ওয়েবডেস্ক :- বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি ফ্লাইট ইঞ্জিনে ব্যর্থতার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সকল যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন। কলকাতা বিমানবন্দর অনুসারে, ইন্ডিগো ফ্লাইটটি ১৬৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড়ানের পর, পাইলট লক্ষ্য করেন যে বিমানের ডান ইঞ্জিনটি সঠিকভাবে কাজ করছে না, তিনি অবিলম্বে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং বিমানটির জরুরি অবতরণ করেন।নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরে মোতায়েন জরুরি সেবাকেও রানওয়েতে পাঠানো হয়েছে।

জরুরি অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় এবং বিমানবন্দরের প্রকৌশলীরাও বিমানটির মেরামতের কাজ শুরু করেন। এদিকে বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে বলে এক যাত্রী জানান, তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সৌভাগ্যক্রমে বিষয়টি সময়মতো সবার নজরে আসে। বিমান বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা ছোট ঘটনা নয়। কিন্তু এর আগেও যান্ত্রিক ত্রুটি ঘটেছে। তবে সৌভাগ্যবশত বড় কোনো বিপদ হয়নি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service