জনতার কলম ওয়েবডেস্ক :- এক অভূতপূর্ব ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ও শেক্সপিয়র সরণি থানায় এই অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, কলকাতা পুলিশও শেক্সপিয়র সরণি থানায় পৃথক একটি অভিযোগ নথিভুক্ত করেছে।
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তদন্ত ব্যাহত হয়েছে। ইডি-র আইনজীবী ধীরজ ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জানান, মুখ্যমন্ত্রীর আকস্মিক উপস্থিতি ও হস্তক্ষেপের ফলে তল্লাশি কার্যক্রমে সমস্যা সৃষ্টি হয় এবং সে সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। তিনি আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বিচারপতি ঘোষ মামলাটি গ্রহণ করে শুনানির অনুমতি দিয়েছেন।
এই ঘটনার জেরে আই-প্যাক সংস্থার পক্ষ থেকেও আদালতের শরণাপন্ন হওয়া হয়েছে। সংস্থার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য আদালতে জানান, ইডি তাদের সমস্ত নথি ও ফাইল বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। তারা তল্লাশি অভিযান অবিলম্বে স্থগিত করার আবেদন জানিয়েছেন।
সূত্রের খবর, ইডি এবং আই-প্যাক—উভয় পক্ষের দায়ের করা মামলার শুনানি আজ বিকেলেই হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


Leave feedback about this