জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত গাছ কেটে ফেলার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। এর প্রভাবও পড়ছে। তাই নতুনভাবে বৃক্ষ রোপণ করে যাতে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায়। সেই লক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের ইকো ক্লাব। বুধবার স্কুল প্রাঙ্গণে হয় প্রথমে বৃক্ষ রোপণ কর্মসূচী।
বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের টিচার ইনচার্জ সুবীর কুমার সেন,স্কুলের প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক,বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মনোজ রায়, শিক্ষক অনুপ চন্দ্র মজুমদার সহ অন্যরা। বৃক্ষ রোপণ শেষে শিশুদের মধ্যে হয় বসে আঁকো প্রতিযোগিতা। শেষে হয় স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচী ঘিরে স্কুল চত্বরে ভালো সাড়া পরে।
Leave feedback about this