2025-09-01
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

ইউক্রেন সংঘাত সমাধানে ভারতের ভূমিকা প্রশংসা করলেন পুতিন

জনতার কলম ওয়েবডেস্ক:- সোমবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংঘাত নিরসনে ভারতসহ কৌশলগত অংশীদারদের অবদানকে উচ্চ মর্যাদা দিলেন।

পুতিন বলেন, “চীন, ভারত এবং আমাদের অন্যান্য কৌশলগত অংশীদারদের প্রচেষ্টা ও প্রস্তাব আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি। এগুলো ইউক্রেন সংকট সমাধানে সহায়ক হচ্ছে। ”তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাস্কা বৈঠকে যে “সমঝোতা” হয়েছে, তা ইউক্রেনে শান্তির পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।

 

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের সাক্ষাতের ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে তাঁদের করমর্দন ও আলিঙ্গন করতে দেখা যায়। এক্স (পূর্বতন টুইটার)-এ মোদি লেখেন, “পুতিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই আনন্দের। ”ভারত বারবার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে নিজের অবস্থান জানিয়ে এসেছে এবং সবধরনের উদ্যোগকে সমর্থন জানিয়েছে।

এদিকে, শনিবার জাপান সফর শেষে চীনে পৌঁছেই মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনকল পান। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু মোদিকে জানান জেলেনস্কি। তিনি বলেন, মোদির সঙ্গে আলোচনা ছিল “গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ”। ভারতের পক্ষ থেকে সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া ও রাশিয়াকে উপযুক্ত বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

পরে মোদি জানান, জেলেনস্কির সঙ্গে আলোচনায় তিনি সংঘাতের মানবিক দিক এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন। এক্স-এ তিনি লেখেন, “ভারত এই প্রক্রিয়ার সবধরনের উদ্যোগকে পূর্ণ সমর্থন জানায়।”

উল্লেখ্য, গত ১৮ আগস্ট পুতিনও মোদিকে ফোন করে ট্রাম্পের সঙ্গে তাঁর আলাস্কা বৈঠকের বিবরণ শেয়ার করেছিলেন। মোদি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছিলেন।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service