2025-03-17
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

আসাম আগরতলা জাতীয় সড়কের বাইকের ধাক্কায় আহত হন ৭০ বছরের এক বৃদ্ধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রাফিক ব্যবস্থা দুর্বল থাকার কারণে প্রতিনিয়তই তেলিয়ামুড়ায় যান দুর্ঘটনা অব্যাহত হয়েছে। ছোট থেকে বড় ধরনের দুর্ঘটনা সীমাহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। সোমবার তেলিয়ামুড়া বাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের বাইকের ধাক্কায় আহত হন ৭০ বছরের এক বৃদ্ধ। উল্লেখ্য, সোমবার তেলিয়ামুড়া বাজারের সাপ্তাহিক হাটবার।

বাজার বার হওয়াতে আসাম আগরওলা জাতীয় সড়কের দুই প্রান্তে প্রচুর সংখ্যক যানবাহন দাঁড়িয়ে থাকে। এদিন তেলিয়ামুড়া থানাধীন সুর্দ ছড়া এলাকার বাসিন্দা বীরেন্দ্র চন্দ্র দাস বাজার করার জন্য বাজারে এসেছিলেন। একটি বাইক ধীরেন্দ্র চন্দ্র দাস কে পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় বীরেন্দ্র দাস রাস্তায় লুটিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ধীরেন্দ্র চন্দ্র দাস কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে পুলিশ ঘাতক বাইকটিকে আটক করে বলে জানা গেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service