2024-09-20
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধীদল ছেড়ে ১২৩৪ জন ভোটার বিজেপিতে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যের হাত ধরে রাজ্যের ধলাই জেলার ছামনু বিধানসভা কেন্দ্রের মনুঘাটস্থিত মুক্ত মঞ্চে আয়োজিত হয় এক দলবদল সভা। আজ বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর আয়োজিত এই সভায় তিপ্রা মথা, সিপিএম, কংগ্রেস এবং তিপ্রা মথা দল থেকে প্রায় ৫২৪ পরিবারের ১২৩৪ জন ভোটার যোগদান করেন বিজেপিতে। আসল লক্ষ্য আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের দুইটি লোক সভা আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পদ্মফুল হিসাবে তুলে দেওয়াই প্রদেশ বিজেপির নিয়েই চলছে না। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শারদোৎসবের বহু আগে থেকেই শাসক দলের বড় শরিক বিজেপির পাশাপাশি ছোট শরিক আইপিএফটির তরফে তৎপরতা চলছে। শারদোৎসব মানে দুর্গা পুজোর সময় এই তৎপরতায় সামান্য ধীর গতি দেখা দিলেও পুজো শেষ হতেই ফের সাংগঠনিক দিক থেকে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের শাসক দল। এরই ফল হিসাবে রাজ্যের নানা অংশে চলছে সাংগঠনিক বৈঠক, সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন। একই ভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণাংশে নানা কর্মসূচী গ্রহণ ও রূপায়নের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service