2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

আসছে আবারো মোদী সরকার, এইবার হবে চারশো পার : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাজার হাজার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রোড শো। রবিবার নববর্ষের দিন হয় এই রোড শো। এদিন বিকেলে জিরানিয়া আই এস-র সামনে থেকে প্রথম রোড শো শুরু হয়।

এদিন হুড খোলা গাড়িতে রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যরা। এদিন প্রথম রোড শো শেষ হয় জিরানিয়া কলেজ চৌমুহনীতে।

রোড শো দেখতে আসাম-আগরতলা জাতীয় সড়কের দুই দিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিলেন। ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিন দ্বিতীয় রোড শো শুরু হয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর থেকে।জাতীয় সড়ক ধরে বিপ্লব দেবের রোড শো আসে রানীরবাজার এলাকায়। দুই জায়গায় কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পরে। রোড শো থেকে আওয়াজ উঠে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service