জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা স্থল পরির্দশন ও জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন বিজেপি জনজাতির রাজ্যে নেতৃত্বরা। অভিযোগ গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শ্রবণ কর্মসূচিতে হামলা চালিয়েছে তিগ্রা মথা দলের সমর্থকরা। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তরুছায়া গ্রামে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে হামলার ঘটনার স্থানে পরিদর্শনে যান জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব।
বুধবার পূর্ব তকছায়া গ্রামে বিজেপি দলের কর্মীদের উপর আক্রমন করেছে তাদের সাথে সাক্ষাৎ করেন নেতৃত্ব। এদিন পরিদর্শনে ছিলেন জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, সহ জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্বে। তারা সুপারের কার্যালয় পুলিশ সুপারের সাথে। প্রতিনিধির দলের নেতৃত্বর। জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার ভিপ্রা মথা নেতা কর্মীরা বিজেপির নেতাদের বেধরক পিটিয়েছে। ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি ও বাইক। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান যাতে পাহাড়ে না শোনা হয় হুলিয়া জারি করে তিগ্রা মথা কর্মীরা।
Leave feedback about this