জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেধা এবং কঠোর পরিশ্রম যে কাউকেই সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। এ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে এমন ছাত্র-ছাত্রীদের সন্ধান মেলে, যাদের উৎসাহ এবং উদ্দীপনার দৌলতে তারা সকল বাধাকে অতিক্রম করে জীবনে সফল হয়। সেসব ছাত্র-ছাত্রীদের পেছনে নীরবে এবং নিভৃতে শিক্ষকরা দারুণ একটি ভূমিকা পালন করেন। এমন দশজন শিক্ষক-শিক্ষিকাকে শ্রদ্ধা জ্ঞাপনের একটি অনুষ্ঠান আয়োজন করে ‘মার্কলাইন’সংস্থা। দীর্ঘ বহু বছর ধরে এই সংস্থাটি রাজ্যের শিক্ষাঙ্গণে দারুন ভূমিকা রেখে চলেছে। আগামী ১৯ আগস্ট আগরতলা টাউন হলে ‘আলোরশ্মি’ শীর্ষক এই অনুষ্ঠানে ১০জন শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি ১০জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হবে। বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে ‘মার্কলাইন’ এর অধিকর্তা রূপম রায় বলেন সারা রাজ্য থেকে মোট ১০জন শিক্ষক এবং শিক্ষিকাকে বাছাই করা হয়েছে। তাদের সংবর্ধনার পাশাপাশি ১০জন ছাত্র-ছাত্রীদেরও সম্মান জ্ঞাপন করা হবে।’ সেদিনের অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকগানের দল ‘দোহার’উপস্থিত। রাজ্যের শিল্পীরাও অনুষ্ঠানে তাদের নিবেদন তুলে ধরবে।
বিনোদন
রাজ্য
শিক্ষা
‘আলোরশ্মি’ শীর্ষক অনুষ্ঠানে ১০জন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করবে মার্কলাইন সংস্থা
- by janatar kalam
- 2023-08-17
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this